বিজ্ঞাপন :
বুলগেরিয়ায় বাসে আগুন লেগে ৪৫ জনের মৃত্যু

রিপোর্ট:
- প্রকাশের সময় : ০১:২০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
- / ৫৭ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : বুলগেরিয়ার পশ্চিমাঞ্চলে পর্যটকদের বহনকারী একটি বাসে আগুন ধরে অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বেশ ১২জন শিশুও রয়েছে।
এছাড়া এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
স্থানীয় সময় গতকাল সোমবার (২২ নভেম্বর) রাত ২টার দিকে দেশটির পশ্চিমাঞ্চলে রাজধানী সোফিয়ামুখী মহাসড়কের বসনেক গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নিকোলাই নিকোলোভ এসব তথ্য জানিয়েছেন।
বাসটি তুরস্ক থেকে উত্তর মেসিডোনিয়ায় যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। বাসে উত্তর মেসিডোনিয়ান নম্বর প্লেট ছিল বলে জানা গেছে। ওই টুরিস্ট বাসে ৫২ জন আরোহী ছিল।
সাতজনকে দগ্ধ অবস্থায় সোফিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর আশপাশের এলাকায় যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। -বিবিসি
Tag :