নিউইয়র্ক ০৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

বিদায় নিচ্ছেন বরিস জনসন

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০২:২৩:০২ পূর্বাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২
  • / ৫৬ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যকে অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে রেখেই বিদায় নিতে যাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রানি দ্বিতীয় এলিজাবেথের কাছে পদত্যাগপত্র জমা দেয়ার কথা রয়েছে বরিসের। এদিকে, তার আগেই জানা যাবে কে হবেন তার উত্তরসূরি। ক্ষমতায় এলে জ্বালানি সংকট সমাধান ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী পদে লড়াইরত দুই প্রার্থী লিজ ট্রাস ও ঋষি সুনাক। খবর বিবিসি।

ব্রিটেনবাসীকে সমৃদ্ধ অর্থনীতি উপহার দেয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। অথচ যুক্তরাজ্যের বাস্তব পরিস্থিতি এখন ঠিক উল্টো। জ্বালানি ঘাটতি, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং রেকর্ড মূল্যস্ফীতির কারণে চরম ভঙ্গুর অবস্থায় দেশের অর্থনীতি। ২০১৯ সালের জুলাইয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন বরিস। ক্ষমতায় আসার পরই করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা সামলাতে হয় তাকে।

দেশটিতে এখন মূল্যস্ফীতি ১০ শতাংশের ওপরে। খাবার ও জ্বালানির দাম বেড়ে যাওয়ায় নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। বর্তমানে সবচেয়ে বেশি দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে জ্বালানির বাড়তি দাম। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে মস্কো থেকে সরবরাহ কমে আসায় জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের দাম বেড়েছে। এমন সংকটময় পরিস্থিতিতে মঙ্গলবার রানি দ্বিতীয় এলিজাবেথের কাছে পদত্যাগপত্র জমা দেয়ার কথা রয়েছে বরিস জনসনের। ব্রিটেনবাসীকে এ রকম বিপর্যয়ের মধ্যে রেখেই বিদায় নিতে চলেছেন তিনি।

এদিকে, বরিসের পদত্যাগের আগেই জানা যাবে তার উত্তরসূরির নাম। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সোমবার (৫ সেপ্টেম্বর) পরবর্তী প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হবে। করোনাকালে নিয়ম ভেঙে পার্টির আয়োজনসহ নানা বিতর্ক ও সমালোচনার জেরে গত জুলাইয়ে পদত্যাগের ঘোষণা দেন বরিস জনসন। এর পরপরই শুরু হয় তার উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়া। কয়েক দফা ভোটাভুটির পর ব্রিটেনের প্রধানমন্ত্রিত্বের দৌড়ে শেষ পর্যন্ত টিকে আছেন তার সরকারের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস ও সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক। তবে, এ দৌড়ে সুনাকের চেয়ে ট্রাস এগিয়ে রয়েছেন বলে বিভিন্ন জরিপে বলা হচ্ছে।

বিজয়ের মুকুট যার মাথায়ই আসুক না কেন, ক্ষমতায় এলে দেশের ভঙ্গুর অর্থনীতির হাল ধরতে প্রতিশ্রুতিবদ্ধ দুই প্রার্থীই। প্রধানমন্ত্রীর দায়িত্ব পেলে প্রথমেই জ্বালানি তেলের দাম কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। অন্যদিকে, অবসরভোগী ও নিম্ন আয়ের মানুষের জ্বালানি বিল মেটাতে সরকার থেকে আর্থিক সহায়তা বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন ঋষি সুনাক।
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

বিদায় নিচ্ছেন বরিস জনসন

প্রকাশের সময় : ০২:২৩:০২ পূর্বাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যকে অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে রেখেই বিদায় নিতে যাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রানি দ্বিতীয় এলিজাবেথের কাছে পদত্যাগপত্র জমা দেয়ার কথা রয়েছে বরিসের। এদিকে, তার আগেই জানা যাবে কে হবেন তার উত্তরসূরি। ক্ষমতায় এলে জ্বালানি সংকট সমাধান ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী পদে লড়াইরত দুই প্রার্থী লিজ ট্রাস ও ঋষি সুনাক। খবর বিবিসি।

ব্রিটেনবাসীকে সমৃদ্ধ অর্থনীতি উপহার দেয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। অথচ যুক্তরাজ্যের বাস্তব পরিস্থিতি এখন ঠিক উল্টো। জ্বালানি ঘাটতি, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং রেকর্ড মূল্যস্ফীতির কারণে চরম ভঙ্গুর অবস্থায় দেশের অর্থনীতি। ২০১৯ সালের জুলাইয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন বরিস। ক্ষমতায় আসার পরই করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা সামলাতে হয় তাকে।

দেশটিতে এখন মূল্যস্ফীতি ১০ শতাংশের ওপরে। খাবার ও জ্বালানির দাম বেড়ে যাওয়ায় নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। বর্তমানে সবচেয়ে বেশি দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে জ্বালানির বাড়তি দাম। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে মস্কো থেকে সরবরাহ কমে আসায় জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের দাম বেড়েছে। এমন সংকটময় পরিস্থিতিতে মঙ্গলবার রানি দ্বিতীয় এলিজাবেথের কাছে পদত্যাগপত্র জমা দেয়ার কথা রয়েছে বরিস জনসনের। ব্রিটেনবাসীকে এ রকম বিপর্যয়ের মধ্যে রেখেই বিদায় নিতে চলেছেন তিনি।

এদিকে, বরিসের পদত্যাগের আগেই জানা যাবে তার উত্তরসূরির নাম। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সোমবার (৫ সেপ্টেম্বর) পরবর্তী প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হবে। করোনাকালে নিয়ম ভেঙে পার্টির আয়োজনসহ নানা বিতর্ক ও সমালোচনার জেরে গত জুলাইয়ে পদত্যাগের ঘোষণা দেন বরিস জনসন। এর পরপরই শুরু হয় তার উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়া। কয়েক দফা ভোটাভুটির পর ব্রিটেনের প্রধানমন্ত্রিত্বের দৌড়ে শেষ পর্যন্ত টিকে আছেন তার সরকারের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস ও সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক। তবে, এ দৌড়ে সুনাকের চেয়ে ট্রাস এগিয়ে রয়েছেন বলে বিভিন্ন জরিপে বলা হচ্ছে।

বিজয়ের মুকুট যার মাথায়ই আসুক না কেন, ক্ষমতায় এলে দেশের ভঙ্গুর অর্থনীতির হাল ধরতে প্রতিশ্রুতিবদ্ধ দুই প্রার্থীই। প্রধানমন্ত্রীর দায়িত্ব পেলে প্রথমেই জ্বালানি তেলের দাম কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। অন্যদিকে, অবসরভোগী ও নিম্ন আয়ের মানুষের জ্বালানি বিল মেটাতে সরকার থেকে আর্থিক সহায়তা বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন ঋষি সুনাক।
হককথা/এমউএ