নিউইয়র্ক ১২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ২৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

পাঁচতলা ভবনের ধ্বংসস্তূপ থেকে ৫৩ ঘণ্টা পর জীবিত শিশু উদ্ধার

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৭:৩৭:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩
  • / ২৪ বার পঠিত

শক্তিশালী ভূমিকম্পের ৫৩ ঘণ্টা পর দক্ষিণ তুরস্কের সানলিউরফা প্রদেশে পাঁচতলা ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে এক বছরের শিশুকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। বুধবার শিশুটিকে উদ্ধারের পর ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসার দিয়ে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

তুরস্কের দুর্যোগ সংস্থার মতে, সোমবার তুরস্কের দক্ষিণাঞ্চলের কাহরামানমারাস প্রদেশের ভূগর্ভে ৭ দশমিক ৭ এবং ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প সৃষ্টি হয়। যার প্রভাব পড়ে দেশটির ১০টি প্রদেশে। এতে দেশটির ১৩ মিলিয়নেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। কমপক্ষে ৭ হাজার ১০৮ জন নিহত এবং ৩৭ হাজার ১১ জন আহত হয়েছেন। প্রতিবেশী দেশ সিরিয়াতেও কম্পন অনুভূত ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বুধবার সর্বশেষ খবরে বলা হয়েছে, তুরস্ক-সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৯ হাজার ৬৩৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। তুরস্কে ৭ হাজার ১০৮ জন এবং সিরিয়ায় ২ হাজার ৫৩০ জন মারা গেছেন বলে জানানো হয়েছে। তবে মৃত্যুর সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে আছেন হাজার হাজার মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০ হাজারও ছাড়িয়ে যেতে পারে।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

পাঁচতলা ভবনের ধ্বংসস্তূপ থেকে ৫৩ ঘণ্টা পর জীবিত শিশু উদ্ধার

প্রকাশের সময় : ০৭:৩৭:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩

শক্তিশালী ভূমিকম্পের ৫৩ ঘণ্টা পর দক্ষিণ তুরস্কের সানলিউরফা প্রদেশে পাঁচতলা ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে এক বছরের শিশুকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। বুধবার শিশুটিকে উদ্ধারের পর ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসার দিয়ে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

তুরস্কের দুর্যোগ সংস্থার মতে, সোমবার তুরস্কের দক্ষিণাঞ্চলের কাহরামানমারাস প্রদেশের ভূগর্ভে ৭ দশমিক ৭ এবং ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প সৃষ্টি হয়। যার প্রভাব পড়ে দেশটির ১০টি প্রদেশে। এতে দেশটির ১৩ মিলিয়নেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। কমপক্ষে ৭ হাজার ১০৮ জন নিহত এবং ৩৭ হাজার ১১ জন আহত হয়েছেন। প্রতিবেশী দেশ সিরিয়াতেও কম্পন অনুভূত ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বুধবার সর্বশেষ খবরে বলা হয়েছে, তুরস্ক-সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৯ হাজার ৬৩৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। তুরস্কে ৭ হাজার ১০৮ জন এবং সিরিয়ায় ২ হাজার ৫৩০ জন মারা গেছেন বলে জানানো হয়েছে। তবে মৃত্যুর সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে আছেন হাজার হাজার মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০ হাজারও ছাড়িয়ে যেতে পারে।