বিজ্ঞাপন :
নেভাদায় ১৩০ বছরের পুরোনো রাইফেল

রিপোর্ট:
- প্রকাশের সময় : ১১:৪৫:১৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০১৫
- / ৮৩৩ বার পঠিত
নেভাডা: নেভাডা অঙ্গরাজ্যের একটি উদ্যানে অন্তত ১৩০ বছরের পুরোনো একটি রাইফেল পাওয়া গেছে। ১৮৭৩ সালের উইনচেস্টার রাইফেলটি গ্রেট বেসিন ন্যাশনাল পার্কের একটি জুনিপারগাছের কাছে ঠেস দেওয়া অবস্থায় ছিল। গায়ের খোদাই করা তথ্যমতে, এটি তৈরির সাল ১৮৮২। রাইফেলটি কে বা কারা রেখেছিল তা জানতে বিশেষজ্ঞরা পুরোনো সংবাদপত্র ও পারিবারিক ইতিহাস ঘেঁটে দেখছেন। (টাইম টেলিভিশন)