নিজের আর্টিলারির ক্ষমতা দেখালো উত্তর কোরিয়া
- প্রকাশের সময় : ০৩:২৭:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪
- / ৩৮ বার পঠিত
নিজের দূর-পাল্লার আর্টিলারি সিস্টেমের খেল দেখালো উত্তর কোরিয়া। আর্টিলারি শক্তির বিচারে বিশ্বে প্রথম দিকে রয়েছে দেশটি। মুহূর্তেই হাজার হাজার গোলা ছুঁড়ে দক্ষিণ কোরিয়ার শহরগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করতে সক্ষম কিম জং উন। এটি যে শুধু খাতাকলমের হিসেব নয়, বৃহস্পতিবার তা দেখিয়ে দিল পিয়ংইয়ং।
সিএনএন জানিয়েছে, এমন সময় উত্তর কোরিয়া এই আর্টিলারি মহড়া করলো যখন অঞ্চলটিতে সর্বোচ্চ উত্তেজনা বিরাজ করছে। এর আগে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র ‘ফ্রিডম শিল্ড’ নামের একটি সামরিক মহড়া শুরু করেছে। মূলত তার জবাবেই বৃহস্পতিবার নিজের আর্টিলারি শক্তি দেখালো উত্তর কোরিয়া। দেশটি বারবার দাবি করেছে যে, দক্ষিণ কোরিয়ার মহড়ার আসল উদ্দেশ্য হচ্ছে উত্তরকে ধ্বংস করা।
কখনও পানির নিচে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়ে, কখনও বা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুঁড়ে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার মহড়ার জবাব দিচ্ছে উত্তর কোরিয়া। তাদের এই ধরণের মহড়াকে উস্কানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যায়িত করেছে কিম জং উনের দেশ। দেশটি হুঁশিয়ারি দিয়েছে, প্রয়োজনে সামরিক ভাষাতেই এই উস্কানির জবাব দেবে তারা।
গত এক সপ্তাহে এমন দুই দফা মহড়া করেছে উত্তর কোরিয়া। রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ প্রকাশিত ছবিতে দেখা গেছে, প্রেসিডেন্ট কিম জং উন ওই মহড়া সরাসরি পর্যবেক্ষণ করেছেন। শুক্রবার কেসিএনএ-র এক প্রতিবেদনে বলা হয়েছে, আর্টিলারি মহড়া দক্ষিণের জন্য একটি বার্তা। সূত্র : মানবজমিন।