নিউইয়র্ক লকডাউনের খোলার দ্বিতীয় ধাপ সোমবার থেকে শুরু

- প্রকাশের সময় : ১০:৪৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০
- / ১০০ বার পঠিত
হককথা ডেস্ক: করোনাভাইরাস নিয়ন্ত্রিত হওয়ার ফলে নিউইয়র্ক লকডাউনের খোলার দ্বিতীয় ধাপ আজ সোমবার (২২ জুন) থেকে শুরু হচ্ছে। গভর্ণর কোমা গত বুধবার তার নিয়মিত সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত ঘোষণা দেন। ফলে প্রথম ধাপের পর লকডাউন খোলার দ্বিতীয় ধাপ শুরু হওয়ায় নিউইয়র্কের জীবনযাত্রা অনেকটাই স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। শর্ত সাপেক্ষেই ষ্টেট প্রশাসনের পক্ষ থেকে লকডাউন খোলার অনুমতি দিচ্ছে।
এদিকে কানাডা থেকে প্রাপ্ত খবরে জানা গেছে, মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কানাডায় কমছেই না। এরমধ্যে কুইবেকের মন্ট্রিয়ল এবং অন্টারিওর টরেন্টো শহরেই বেশি মানুষ মারা যাচ্ছে। এছাড়া কানাডায় করোনায় আক্রান্ত হয়ে দশজন প্রবাসী বাংলাদেশীও মারা গেছেন। এদিকে লকডাউনের কারণে কানাডার নাগরিকদের যেন কোনো অসুবিধে না হয় সে জন্য শর্ত সাপেক্ষে জরুরি ভাতার ব্যবস্থা করেছে দেশটির সরকার। এই জরুরি ভাতার মেয়াদ আরও আট সপ্তাহ বাড়ানো হয়েছে। লকডাউন ধাপে ধাপে অনেকটা শিথিল করা হলেও প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জরুরি ভাতার মেয়াদ আরও আট সপ্তাহ বাড়িয়েছেন। চলবে আগস্ট পর্যন্ত।
কানাডায় লকডাউন শিথিল করার পর রেস্টুরেন্টগুলো খুললেও কাজ করার মত লোক পাওয়া যাচ্ছে না। অনেকেই কোভিড-১৯ এর ভয় দেখিয়ে কাজে ফিরতে অনীহা প্রকাশ করছেন। ফলে ব্যবসায়ীরা পড়েছেন উভয় সংকটে। অপরদিকে ২১ জুন কানাডা-আমেরিকার বর্ডার খুলে দেয়ার কথা ছিল। কিন্তু প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক ঘোষণায় ওই বর্ডার বন্ধের মেয়াদ ৩০ দিন বাড়িয়ে ২১ জুলাই পর্যন্ত করেছেন। যদিও ইতিমধ্যে পারিবারিক সদস্যদের আসা-যাওয়া শুরু হয়েছে।
সর্বশেষ তথ্য মতে, কানাডায় করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৮৩০০ জন। আক্রান্তের পরিমাণ এক লাখ দুইশত বিশ জন এবং সুস্থ হয়েছেন ৬২ হাজার ৪৯৬ জন।