নিউইয়র্ক ০৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

নতুন বছরে আরও একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উ.কোরিয়ার

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:১৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২
  • / ৪৭ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : নতুন বছরে আরও একটি সন্দেহজনক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। মঙ্গলবার জাপানের নিজস্ব অর্থনৈতিক অঞ্চলের বাইরে সাগরে গিয়ে পড়ে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রটি।

দক্ষিণ কোরিয়া ও জাপান সরকারের তথ্যমতে, ২০২২ সালে এটি নিয়ে দ্বিতীয় বড় অস্ত্র পরীক্ষা চালাল পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকের কয়েক ঘণ্টা পরই এ পরীক্ষা চালায় দেশটি।

মঙ্গলবার জাপানের কিয়োডো সংবাদ সংস্থা জানিয়েছে, উত্তর কোরিয়া নিক্ষেপ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি জাপানের নিজস্ব অর্থনৈতিক অঞ্চলের বাইরে সাগরে গিয়ে পড়ে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলছে, গত সপ্তাহে পিয়ংইয়ং যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তার তুলনায় এই ক্ষেপণাস্ত্র আরও উচু ক্ষমতাসম্পন্ন।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ ৬০ কিলোমিটার উচ্চতায় প্রায় ৭০০ কিলোমিটার পর্যন্ত উড়ে গিয়ে দূরের একটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

মাত্র এক সপ্তাহের ব্যবধানে এ নিয়ে দ্বিতীয়বার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি। গত সপ্তাহে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চল থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়েছিল। এবারও সেই একই অঞ্চল থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়।

এ ঘটনাকে “অত্যন্ত দুঃখজনক” বলে অভিহিত করেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদও গভীর দুঃখ প্রকাশ করেছে। সূত্র- ভিওএ

হককথা / এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

নতুন বছরে আরও একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উ.কোরিয়ার

প্রকাশের সময় : ০১:১৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : নতুন বছরে আরও একটি সন্দেহজনক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। মঙ্গলবার জাপানের নিজস্ব অর্থনৈতিক অঞ্চলের বাইরে সাগরে গিয়ে পড়ে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রটি।

দক্ষিণ কোরিয়া ও জাপান সরকারের তথ্যমতে, ২০২২ সালে এটি নিয়ে দ্বিতীয় বড় অস্ত্র পরীক্ষা চালাল পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকের কয়েক ঘণ্টা পরই এ পরীক্ষা চালায় দেশটি।

মঙ্গলবার জাপানের কিয়োডো সংবাদ সংস্থা জানিয়েছে, উত্তর কোরিয়া নিক্ষেপ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি জাপানের নিজস্ব অর্থনৈতিক অঞ্চলের বাইরে সাগরে গিয়ে পড়ে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলছে, গত সপ্তাহে পিয়ংইয়ং যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তার তুলনায় এই ক্ষেপণাস্ত্র আরও উচু ক্ষমতাসম্পন্ন।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ ৬০ কিলোমিটার উচ্চতায় প্রায় ৭০০ কিলোমিটার পর্যন্ত উড়ে গিয়ে দূরের একটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

মাত্র এক সপ্তাহের ব্যবধানে এ নিয়ে দ্বিতীয়বার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি। গত সপ্তাহে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চল থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়েছিল। এবারও সেই একই অঞ্চল থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়।

এ ঘটনাকে “অত্যন্ত দুঃখজনক” বলে অভিহিত করেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদও গভীর দুঃখ প্রকাশ করেছে। সূত্র- ভিওএ

হককথা / এমউএ