ধ্বংসস্তূপের নিচে জন্ম নেওয়া সেই শিশুর অবস্থা স্থিতিশীল

- প্রকাশের সময় : ১১:১৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩
- / ৫২ বার পঠিত
ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় মৃতের সংখ্যা প্রায় ৮ হাজার ছুঁয়েছে। উদ্ধার অভিযান যত এগিয়ে যাচ্ছে মৃত্যুর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ততই সামনে আসছে করুণ কাহিনী। সিরিয়ার আলেপ্পো শহরে এমনই একটি ঘটনার কথা জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। যেখানে ধ্বংসস্তূপের নিচেই জন্ম হয়েছে এক শিশুর।
জানা গেছে, ধ্বংসস্তূপের নিচেই জন্ম হয়েছে এক শিশুর। জন্মের পরপরই শিশুটিকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
এদিকে জন্মের পরপরই শিশুটির মা মারা গেছেন। বাবাও বেঁচে নেই। মারা গেছে তার অন্য ভাই-বোনেরাও।
তালহা সিএইচ নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে ওই নবজাতককে উদ্ধারের ভিডিওটি প্রকাশ করা হয়। সেখানে দেখা যায়, ধুলোয় ঢাকা এক উদ্ধারকারী একটি শিশুকে হাতে নিয়ে দৌড় দিচ্ছেন। ওই সময় শিশুটির শরীরে কোনো পোশাক ছিল না। তাকে ঢাকার জন্য অপর এক উদ্ধারকারী একটি চাদর ছুড়ে দেন। সূত্রঃ ঢাকা পোষ্ট