থেকেও যেন নেই ড্যানিয়েলের বাবা!

- প্রকাশের সময় : ১১:১৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩
- / ২৬ বার পঠিত
ভ্লাদা ইউশেঙ্কো। যুদ্ধের কারণে তিন মাসের গর্ভাবস্থায় মাতৃভূমি ইউক্রেন ছেড়েছেন তিনি। এখন ৮ মাসের সন্তান নিয়ে বাস করছেন রোমানিয়ায়। এই আট মাসে একবারও বাবার মুখ দেখেনি তার সন্তান ড্যানিয়েল। ১৯ বছর বয়সী একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইউশেঙ্কো। স্বামী ২১ বছর বয়সী ইয়ারোস্লাভ।
ইউক্রেনের স্বাধীনতার জন্য রাশিয়ার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন তিনি। শুধু ড্যানিয়েল ও ইউশেঙ্কো নয়, এমন অবস্থা ইউক্রেনের হাজারও পরিবারের। গত বছর ইউক্রেনের যুদ্ধ শুরুর পর থেকে রোমানিয়ায় আশ্রয় নিয়েছেন প্রায় ১ লাখ ১০ হাজারের বেশি শরণার্থী। যাদের প্রায় সবাই নারী ও শিশু। শিশুদের বাবা হয়তো যুদ্ধের ময়দানে লড়াই করছেন অথবা বেঁচে-ই নেই।
দুই রুমের একটি এপার্টমেন্টে ড্যানিয়েল আর অসুস্থ মাকে নিয়ে থাকছেন ইউশেঙ্কো। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে ইউশেঙ্কো জানিয়েছেন, কেউ ভাবেনি এভাবে হঠাৎ যুদ্ধ শুরু হয়ে যাবে, আর আমরা আলাদা হয়ে যাব। আর কখন এক হব তারও কোনো ইয়ত্তা নেই। ইউশেঙ্কো আরও বলেন, লম্বা একটা সময় ধরে আমরা একে অপরের দেখা পাই না। আমরা এমনটা কখনো চাইনি, তবুও কিছু করার ছিল না। বাচ্চা ও আমাদের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষার জন্য শেষমেশ দেশ ছাড়তে বাধ্য হয়েছি।
ইউশেঙ্কো জানান, যুদ্ধের ময়দান থেকে মাঝে মাঝে ভিডিওকলে পরিবারের সঙ্গে কথা বলেন ড্যানিয়েলের বাবা। এ সময় বেশ খুশি হন ইউশেঙ্কো। আনন্দে ফেটে পড়েন তিনি। গত বছর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলার পর জীবন বাঁচাতে রোমানিয়া, জার্মানিসহ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নেন হাজারও ইউক্রেনীয়। সূত্রঃ যুগান্তর