বিজ্ঞাপন :
ট্রাম্পের সাথে শেখ হাসিনার কুশল বিনিময়
রিপোর্ট:
- প্রকাশের সময় : ০৪:২৭:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯
- / ৪৭৬ বার পঠিত
জাতিসংঘ থেকে বিশেষ প্রতিনিধি: গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কুশল বিনিময় করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘মঙ্গলবার জাতিসংঘ সদরদপ্তরের নর্থ ডেলিগেট’স লাউঞ্জে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত আনুষ্ঠানিক মধ্যাহ্নভোজে দুই নেতা কুশল বিনিময় করেন।’ সেই সাথে প্রধানমন্ত্রী মঙ্গলবার রাতে লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নেন বলে জানান প্রেস সচিব। উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে নিউইয়র্কে রয়েছেন। তিনি বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করছেন।