জার্মানি-তুরস্ক-সিরিয়ার মধ্যে কল ফ্রি ঘোষণা ডয়চে টেলেকমের

- প্রকাশের সময় : ১১:৫৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩
- / ৮০ বার পঠিত
আগামী এক সপ্তাহের জন্য জার্মানি, তুরস্ক ও সিরিয়ার মধ্যকার ফোন কল ও ক্ষুদেবার্তা ফ্রি ঘোষণা করেছে জার্মানির টেলিকম কোম্পানি ডয়চে টেলেকম। খবর: সিএনএন’র।
ভূমিকম্প কবলিত সিরিয়া ও তুরস্কে অবস্থানরত স্বজনদের সঙ্গে জার্মানি থেকে কথোপকথনে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এ সুবিধা চালু থাকবে বলে মঙ্গলবার কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।
ডয়চে টেলেকমের সিইও টিম হটজেস এক বিবৃতিতে বলেন, ‘শুধু সহমর্মিতা দিয়ে নয় খারাপ সময়ে সুনির্দিষ্টভাবে মানুষজনের পাশে থাকতে চায় কোম্পানি। আমাদের অনেক কর্মীরও আত্মীয়-স্বজন সিরিয়া ও তুরস্কে রয়েছে।’
এর পাশাপাশি জার্মান সহযোগী সংস্থার মাধ্যমে তুরস্ক ও সিরিয়ায় মানবিক সহায়তার জন্য ১০ লাখ ইউরো প্রদানের ঘোষণাও দিয়েছে কোম্পানিটি।
জার্মানিতে প্রচুর পরিমাণে তুর্কিদের বসবাস। তুরস্কের বাইরে সবচেয়ে বেশি তুর্কি থাকেন জার্মানিতে। একই সঙ্গে রয়েছেন সিরিয়া থেকে আসা লোকজনও। ফলে কোম্পানিটি ভূমিকম্প পরবর্তী সহযোগিতা হিসেবে ব্যবহারকারীদের জন্য এ ঘোষণা দিয়েছে।
জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্য মতে, জার্মানি পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ সংখ্যক শরণার্থীকে তাদের দেশে জায়গা দিয়েছে। এর মধ্যে অর্ধেকই সিরিয়া থেকে আসা।
ভয়াবহ ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের ফলে তুরস্ক ও সিরিয়ার হাজার ভবন ধ্বংসস্তুপে পরিণত হয়েছে এবং এ পর্যন্ত সাত হাজার ৮০০ জনের বেশি নিহতের কথা জানা গেছে।