নিউইয়র্ক ০৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

চলতি মাসেই কিয়েভে ১৫ বার হামলা চালিয়েছে রাশিয়া

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:২৯:৪০ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩
  • / ২২ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :  চলতি মাসে রাশিয়া ইউক্রেনের রাজধানীর উপর হামলার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে৷ বেশিরভাগ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করা সম্ভব হলেও শহরের মানুষ প্রবল চাপের মুখে রয়েছেন৷ এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে জার্মানি সংবাদমাধ্যম ডয়চেভেলে। চলতি মাসেই ইউক্রেনের রাজধানী কিয়েভের উপর এই নিয়ে ১৫ বার জোরালো হামলা চালালো রাশিয়া ৷ সোমবার ভোরে বিশাল সংখ্যায় ইরানে তৈরি ড্রোন ও ক্রুজ মিসাইল নিক্ষেপ করা হয়েছে ৷ ইউক্রেনের সেনাবাহিনী ৪০টিরও বেশি লক্ষ্যবস্তু ধ্বংস করতে পেরেছে বলে জানিয়েছে ৷ কিয়েভ শহরের কর্তৃপক্ষের সূত্র অনুযায়ী, হামলায় তেমন বড় কোনো ক্ষয়ক্ষতি হয় নি৷ শহরের মেয়র টেলিগ্রাম চ্যানেলে এক বার্তায় ‘কিয়েভে আরও এক কঠিন রাত’-এর উল্লেখ করেন।

উল্লেখ্য, রোববার রাতের হামলায় ৩৬টি ড্রোন ধ্বংস করা সম্ভব হলেও এক ব্যক্তি নিহত ও কয়েকজন আহত হয়েছে ৷ কিয়েভ শহরের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো বলেন, শত্রুপক্ষ শহরের বেসামরিক জনগণকে গভীর মনস্তাত্বিক উত্তেজনায় রাখতে এমন হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া অবশ্য এমন হামলা সম্পর্কে কোনো মন্তব্য করছে না৷ রোববার ভোররাতে কমপক্ষে ৫৪টি হামলা চালানো হয়েছে বলে ইউক্রেনের বিমানবাহিনী মনে করছে, যার মধ্যে ৫২টি ধ্বংস করা সম্ভব হয়েছে ৷

রাশিয়া-অধিকৃত জমি ফেরক পেতে ইউক্রেনের সেনাবাহিনী যে কোনো দিন বহু প্রতিক্ষিত পালটা অভিযান শুরু করবে বলে অনুমান করা হচ্ছে ৷ তার আগে ইউক্রেনের সামরিক লক্ষ্যবস্তু যতটা সম্ভব অকেজো করে দিতে রাশিয়া হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে বলে কিছু সামরিক বিশেষজ্ঞ মনে করছেন ড্রোন তাছাড়া ইউক্রেন প্রকাশ্যে দায় স্বীকার না করলেও সম্প্রতি রাশিয়ার ভূখণ্ডে একাধিক হামলার জন্য মস্কো কিয়েভ-কে দোষ দিচ্ছে৷ সেই হামলার প্রতিশোধ হিসেবে সম্ভবত কিয়েভের উপর আকাশপথে হামলা বাড়ানো হচ্ছে ৷

আরোও পড়ুন। ইউক্রেনের পাল্টা আক্রমণ ঠেকাতে প্রস্তুত রাশিয়া

ইউক্রেনের প্রেসি়ডেন্ট ভোলোদোমির জেলেনস্কি রোববার যুদ্ধে রাশিয়ার পরাজয় এবং সে দেশের নেতৃত্বের পতনের পূর্বাভাস দিয়েছেন৷ দৈনিক ভিডিও বার্তায় তিনি কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন অংশে মস্কোর স্বৈরাচারের অবসান ঘটবে বলে দাবি করেন৷ নিজের ঘরের বদলে প্রেসিডেন্টের দফতরের সামনে খোলা আকাশের নীচে তিনি সন্ধ্যার আলোর নীচে সেই ভিডিও রেকর্ড করেন৷ জেলেনস্কি বলেন, ইরানে তৈরি শাহিদ ড্রোনের মতো অস্ত্র রাশিয়ার শাসকদের বাঁচাতে পারবে না৷ জীবন ও সংস্কৃতির প্রতি রাশিয়ার ঘৃণা সে দেশর পতন ঘটাবে বলে তিনি মন্তব্য করেন ৷ এর আগে তিনি ইরানের উপর আগামী ৫০ বছরের জন্য নিষেধাজ্ঞা আরোপ করার প্রক্রিয়া শুরু করেন৷ ইউক্রেনের সংসদের চূড়ান্ত অনুমোদন পেলে সেই প্রস্তাব আইনে পরিণত হবে৷ রাশিয়ার সঙ্গে ইরানের সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা উল্লেখযোগ্য হারে বেড়ে যাবার পর ইউক্রেন এমন সিদ্ধান্ত নিচ্ছে ৷

ব্রিটেনের গুপ্তচর সংস্থার সূত্র অনুযায়ী ইউক্রেন যুদ্ধের স্বার্থে রুশ নাগরিকদের উপর আরও আত্মত্যাগ করার জন্য চাপ বাড়ানো হচ্ছে৷ রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ও ব্যবসায়ীক গোষ্ঠীগুলি রাশিয়ার অর্থনীতি মন্ত্রণালয়ের উদ্দেশ্যে শ্রমিকদের সপ্তাহে পাঁচ দিনের বদলে ছয় দিন কাজ করার নিয়ম চালু করার আবেদন জানিয়েছে৷ সম্ভবত বাড়তি মজুরি ছাড়াই যুদ্ধের অর্থনৈতিক দাবি মানতে অদূর ভবিষ্যতে এমন পদক্ষেপ কার্যকর করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
সুমি/হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

চলতি মাসেই কিয়েভে ১৫ বার হামলা চালিয়েছে রাশিয়া

প্রকাশের সময় : ১১:২৯:৪০ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক :  চলতি মাসে রাশিয়া ইউক্রেনের রাজধানীর উপর হামলার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে৷ বেশিরভাগ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করা সম্ভব হলেও শহরের মানুষ প্রবল চাপের মুখে রয়েছেন৷ এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে জার্মানি সংবাদমাধ্যম ডয়চেভেলে। চলতি মাসেই ইউক্রেনের রাজধানী কিয়েভের উপর এই নিয়ে ১৫ বার জোরালো হামলা চালালো রাশিয়া ৷ সোমবার ভোরে বিশাল সংখ্যায় ইরানে তৈরি ড্রোন ও ক্রুজ মিসাইল নিক্ষেপ করা হয়েছে ৷ ইউক্রেনের সেনাবাহিনী ৪০টিরও বেশি লক্ষ্যবস্তু ধ্বংস করতে পেরেছে বলে জানিয়েছে ৷ কিয়েভ শহরের কর্তৃপক্ষের সূত্র অনুযায়ী, হামলায় তেমন বড় কোনো ক্ষয়ক্ষতি হয় নি৷ শহরের মেয়র টেলিগ্রাম চ্যানেলে এক বার্তায় ‘কিয়েভে আরও এক কঠিন রাত’-এর উল্লেখ করেন।

উল্লেখ্য, রোববার রাতের হামলায় ৩৬টি ড্রোন ধ্বংস করা সম্ভব হলেও এক ব্যক্তি নিহত ও কয়েকজন আহত হয়েছে ৷ কিয়েভ শহরের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো বলেন, শত্রুপক্ষ শহরের বেসামরিক জনগণকে গভীর মনস্তাত্বিক উত্তেজনায় রাখতে এমন হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া অবশ্য এমন হামলা সম্পর্কে কোনো মন্তব্য করছে না৷ রোববার ভোররাতে কমপক্ষে ৫৪টি হামলা চালানো হয়েছে বলে ইউক্রেনের বিমানবাহিনী মনে করছে, যার মধ্যে ৫২টি ধ্বংস করা সম্ভব হয়েছে ৷

রাশিয়া-অধিকৃত জমি ফেরক পেতে ইউক্রেনের সেনাবাহিনী যে কোনো দিন বহু প্রতিক্ষিত পালটা অভিযান শুরু করবে বলে অনুমান করা হচ্ছে ৷ তার আগে ইউক্রেনের সামরিক লক্ষ্যবস্তু যতটা সম্ভব অকেজো করে দিতে রাশিয়া হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে বলে কিছু সামরিক বিশেষজ্ঞ মনে করছেন ড্রোন তাছাড়া ইউক্রেন প্রকাশ্যে দায় স্বীকার না করলেও সম্প্রতি রাশিয়ার ভূখণ্ডে একাধিক হামলার জন্য মস্কো কিয়েভ-কে দোষ দিচ্ছে৷ সেই হামলার প্রতিশোধ হিসেবে সম্ভবত কিয়েভের উপর আকাশপথে হামলা বাড়ানো হচ্ছে ৷

আরোও পড়ুন। ইউক্রেনের পাল্টা আক্রমণ ঠেকাতে প্রস্তুত রাশিয়া

ইউক্রেনের প্রেসি়ডেন্ট ভোলোদোমির জেলেনস্কি রোববার যুদ্ধে রাশিয়ার পরাজয় এবং সে দেশের নেতৃত্বের পতনের পূর্বাভাস দিয়েছেন৷ দৈনিক ভিডিও বার্তায় তিনি কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন অংশে মস্কোর স্বৈরাচারের অবসান ঘটবে বলে দাবি করেন৷ নিজের ঘরের বদলে প্রেসিডেন্টের দফতরের সামনে খোলা আকাশের নীচে তিনি সন্ধ্যার আলোর নীচে সেই ভিডিও রেকর্ড করেন৷ জেলেনস্কি বলেন, ইরানে তৈরি শাহিদ ড্রোনের মতো অস্ত্র রাশিয়ার শাসকদের বাঁচাতে পারবে না৷ জীবন ও সংস্কৃতির প্রতি রাশিয়ার ঘৃণা সে দেশর পতন ঘটাবে বলে তিনি মন্তব্য করেন ৷ এর আগে তিনি ইরানের উপর আগামী ৫০ বছরের জন্য নিষেধাজ্ঞা আরোপ করার প্রক্রিয়া শুরু করেন৷ ইউক্রেনের সংসদের চূড়ান্ত অনুমোদন পেলে সেই প্রস্তাব আইনে পরিণত হবে৷ রাশিয়ার সঙ্গে ইরানের সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা উল্লেখযোগ্য হারে বেড়ে যাবার পর ইউক্রেন এমন সিদ্ধান্ত নিচ্ছে ৷

ব্রিটেনের গুপ্তচর সংস্থার সূত্র অনুযায়ী ইউক্রেন যুদ্ধের স্বার্থে রুশ নাগরিকদের উপর আরও আত্মত্যাগ করার জন্য চাপ বাড়ানো হচ্ছে৷ রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ও ব্যবসায়ীক গোষ্ঠীগুলি রাশিয়ার অর্থনীতি মন্ত্রণালয়ের উদ্দেশ্যে শ্রমিকদের সপ্তাহে পাঁচ দিনের বদলে ছয় দিন কাজ করার নিয়ম চালু করার আবেদন জানিয়েছে৷ সম্ভবত বাড়তি মজুরি ছাড়াই যুদ্ধের অর্থনৈতিক দাবি মানতে অদূর ভবিষ্যতে এমন পদক্ষেপ কার্যকর করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
সুমি/হককথা