কিশিদার ‘জি-৭’ সফর: যুক্তরাজ্যে প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর
- প্রকাশের সময় : ০৯:০২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩
- / ৩৮ বার পঠিত
সাতটি শিল্পোন্নত দেশের জোট ‘জি-৭’ -এর পাঁচটি দেশ সফরের তৃতীয় যাত্রা বিরতি হিসাবে ব্রিটেনে অবস্থান করছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।
জাপানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে জানায়, সপ্তাহব্যাপী সফরের তৃতীয় ধাপে কিশিদা স্থানীয় সময় মঙ্গলবার বিমান পথে লন্ডনে যান। এর আগে তিনি ফ্রান্স ও ইতালি সফর করেছেন এবং পরবর্তীতে তিনি কানাডা ও যুক্তরাষ্ট্রে যাবেন।
মে মাসে জাপানের হিরোশিমা শহরে জি-৭ শীর্ষ সম্মেলন আয়োজনের আগে কিশিদার এই সফর অনুষ্ঠিত হচ্ছে।
বুধবার কিশিদা ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সাথে সাক্ষাত করেন। এসময় ইউক্রেনের সংঘাত এবং খাদ্য ও জ্বালানির মূল্য বৃদ্ধি পাওয়ার মত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে থাকায় জি-৭ সদস্যদের মধ্যে ঐক্য বজায় রাখার আহ্বান জানান।
এদিন জাপান এবং যুক্তরাজ্য “অতি গুরুত্বপূর্ণ” একটি প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে।
কিশিদা এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বুধবার টাওয়ার অফ লন্ডনে এ চুক্তিতে স্বাক্ষর করেন। এর ফলে প্রশিক্ষণ এবং অন্যান্য অপারেশনের জন্য দুই দেশের বাহিনী একে অপরের মাটি ব্যবহার করতে পারবে।
সুনাকের অফিস বুধবারের এ চুক্তিকে “এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে দুই দেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি” বলে অভিহিত করেছে।
কিশিদার পরবর্তী যাত্রা বিরতি হবে কানাডা এবং যুক্তরাষ্ট্রে। শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠকের মাধ্যমে তার জি-৭ সফর শেষ হবে।























