আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানকে সম্প্রতি হত্যাচেষ্টা করা হয় এবং তা ব্যর্থ হয়েছে বলে দেশটির গোয়েন্দা সংস্থা জানিয়েছে।
আজ রবিবার (৫ ডিসেম্বর) তুরস্কের গণমাধ্যমের বরাত দিয়ে মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, গতকাল শনিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
রাশিয়ার সংবাদমাধ্যম স্পুতনিক জানিয়েছে, তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর সিরতে এরদোয়ানের অনুষ্ঠানে এক পুলিশ কর্মকর্তার ব্যক্তিগত গাড়িতে বোমা পাওয়া যায়। গাড়ির নিচে বোমা প্রথম চোখে পড়ে ওই কর্মকর্তার এক বন্ধুর। পরীক্ষা করে নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে বোমা নিস্ত্রিয় করা হয়।
এ ঘটনায় কেউ আহত হননি ও অপরাধ দমনে সংশ্লিষ্ট টেকনিশিয়ানরা গাড়ি ও বোমা পরীক্ষা করেন।
সন্দেহভাজন হিসেবে কাউকে আটক করা হয়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।