নিউইয়র্ক ০৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

এবার গঙ্গায় পদক ভাসাবেন ভারতের বিক্ষোভরত কুস্তিগীররা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:২৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩
  • / ১২ বার পঠিত

ছবি: পিটিআই

আন্তর্জাতিক ডেস্ক : যৌন হয়রানির অভিযোগে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের পদত্যাগ চেয়ে বিক্ষোভ করছেন ভারতের অলিম্পিকজয়ী কুস্তিগীরসহ অন্যান্যরা। দীর্ঘদিন ধরে বিক্ষোভ করলেও তাদের দাবির বিষয়ে সরকার কোনও ব্যবস্থা গ্রহণ করেনি। বরং সম্প্রতি কুস্তিগীরদের বিক্ষোভ থেকে সরিয়ে দিতে জোর খাটিয়েছে পুলিশ।

আরোও পড়ুন । মাঝ আকাশে সন্তান প্রসব, বিমানের জরুরি অবতরণ

এমন ঘটনায় ভারতজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। কুস্তিগীরদের বিরুদ্ধে এমন ঘটনাকে অপমান হিসেবে দেখছেন ভারতীয়রা। এমন অবস্থায় এবার পদক গঙ্গায় ভাসিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা। কুস্তিগীররা বজরং পুনিয়ার টুইটারে পোস্ট করা একটি যৌথ বিবৃতিতে বলেছেন, ‘আমরা আজ (মঙ্গলবার) সন্ধ্যা ৬ টায় হরিদ্বারের গঙ্গায় আমাদের পদক ভাসিয়ে দেব।’

ছবি: সিএনএন

এরই মধ্যে তাদের দাবি মেনে নিতে সরকারকে আল্টিমেটাম দিয়েছেন প্রতিবাদী কুস্তিগীররা। নারী কুস্তিগীর সাক্ষী মালিক, ভিনেশ ফোগাটসহ অন্যান্য বিক্ষোভকারীরা ২৩ এপ্রিল দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ শুরু করেন। নাবালিকাসহ নারী ক্রীড়াবিদদের যৌন হয়রানির অভিযোগে তারা ডব্লিউএফআই সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া দাবি জানিয়ে আসছেন। সম্প্রতি ভারতের নতুন সংসদ ভবন উদ্বোধনের দিন পদযাত্রা করেন কুস্তিগীররা। তবে তাদেরকে মাঝপথে বাধা দেয় পুলিশ। রাস্তায় ফেলে দেশসেরা কুস্তিগীরদের হেনস্তা করা হয়। তাদের আটক করার মাত্র কয়েকঘণ্টার মধ্যেই এফআইআর দায়ের করে পুলিশ। তবে প্রতিবাদী কুস্তিগিরদের তরফে বজরং পুনিয়া জানিয়েছেন, তারা আন্দোলন চালিয়ে যাবেন। সূত্র : জিনিউজ

বেলী/হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

এবার গঙ্গায় পদক ভাসাবেন ভারতের বিক্ষোভরত কুস্তিগীররা

প্রকাশের সময় : ১২:২৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : যৌন হয়রানির অভিযোগে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের পদত্যাগ চেয়ে বিক্ষোভ করছেন ভারতের অলিম্পিকজয়ী কুস্তিগীরসহ অন্যান্যরা। দীর্ঘদিন ধরে বিক্ষোভ করলেও তাদের দাবির বিষয়ে সরকার কোনও ব্যবস্থা গ্রহণ করেনি। বরং সম্প্রতি কুস্তিগীরদের বিক্ষোভ থেকে সরিয়ে দিতে জোর খাটিয়েছে পুলিশ।

আরোও পড়ুন । মাঝ আকাশে সন্তান প্রসব, বিমানের জরুরি অবতরণ

এমন ঘটনায় ভারতজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। কুস্তিগীরদের বিরুদ্ধে এমন ঘটনাকে অপমান হিসেবে দেখছেন ভারতীয়রা। এমন অবস্থায় এবার পদক গঙ্গায় ভাসিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা। কুস্তিগীররা বজরং পুনিয়ার টুইটারে পোস্ট করা একটি যৌথ বিবৃতিতে বলেছেন, ‘আমরা আজ (মঙ্গলবার) সন্ধ্যা ৬ টায় হরিদ্বারের গঙ্গায় আমাদের পদক ভাসিয়ে দেব।’

ছবি: সিএনএন

এরই মধ্যে তাদের দাবি মেনে নিতে সরকারকে আল্টিমেটাম দিয়েছেন প্রতিবাদী কুস্তিগীররা। নারী কুস্তিগীর সাক্ষী মালিক, ভিনেশ ফোগাটসহ অন্যান্য বিক্ষোভকারীরা ২৩ এপ্রিল দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ শুরু করেন। নাবালিকাসহ নারী ক্রীড়াবিদদের যৌন হয়রানির অভিযোগে তারা ডব্লিউএফআই সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া দাবি জানিয়ে আসছেন। সম্প্রতি ভারতের নতুন সংসদ ভবন উদ্বোধনের দিন পদযাত্রা করেন কুস্তিগীররা। তবে তাদেরকে মাঝপথে বাধা দেয় পুলিশ। রাস্তায় ফেলে দেশসেরা কুস্তিগীরদের হেনস্তা করা হয়। তাদের আটক করার মাত্র কয়েকঘণ্টার মধ্যেই এফআইআর দায়ের করে পুলিশ। তবে প্রতিবাদী কুস্তিগিরদের তরফে বজরং পুনিয়া জানিয়েছেন, তারা আন্দোলন চালিয়ে যাবেন। সূত্র : জিনিউজ

বেলী/হককথা