আন্তর্জাতিক ডেস্ক : উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটের (ন্যাটো) একজন শীর্ষ সামরিক কর্মকর্তা দাবি করেছেন, ইউক্রেনে চার সপ্তাহের যুদ্ধে সাত থেকে ১৫ হাজার রুশ সেনা নিহত হয়েছে।
গতকাল বুধবার (২৩ মার্চ) ন্যাটোর ঊর্ধ্বতন এক কর্মকর্তা আন্তর্জাতিক এক বার্তা সংস্থাকে এমনটি জানিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে তিনি আরো বলেন, ইউক্রেনীয় কর্তৃপক্ষের তথ্য, ইচ্ছা বা অনিচ্ছায় রাশিয়ার প্রকাশ করা তথ্য এবং গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে এ সংখ্যা অনুমান করা হয়েছে। ইউক্রেনের যুদ্ধে ৩০ থেকে ৪০ হাজার রুশ সেনা হতাহত হয়েছে বলে মনে করা হয়।
রাশিয়া ২ মার্চের পর থেকে তাদের পক্ষে ঠিক কতোজনের মৃত্যু হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে আর কিছু জানায়নি। ওই সময় তারা বলেছিল, ইউক্রেনে তাদের প্রায় ৫০০ সেনা নিহত হয়েছে।
এদিকে, ইউক্রেন তাদের নিজস্ব সামরিক ক্ষয়ক্ষতির বিষয়ে সামান্যই তথ্য প্রকাশ করেছে। পশ্চিমারাও এ বিষয়ে তেমন কিছু বলেননি। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমার জেলেনস্কি প্রায় দুই সপ্তাহ আগে বলেছেন, রুশ হামলায় প্রায় এক হাজার ৩০০ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর খুব দ্রুত ইউক্রেন সরকারের পতন ঘটবে বলে মনে করা হয়েছিল। তবে এক মাস পূর্ণ হওয়ার পর রাশিয়ার আক্রমণ অনেকটাই স্থবির হয়ে পড়েছে বলে ধারণা পশ্চিমা পর্যবেক্ষকদের।
এক মাসের এই যুদ্ধে রুশ সৈন্যরা দেশটির একমাত্র খারসন শহর নিয়ন্ত্রণ নিয়েছে। বন্দরনগরী মারিওপোল ও খারকিভ শহর দখলের জন্য রুশ বাহিনী গোলাবর্ষণ অব্যাহত রেখেছে।
হককথা/এমউএ