নিউইয়র্ক ১০:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ইউক্রেনের ‘চালাকি’ ধরতে না পারার ‘মাশুল’ দিচ্ছে রুশ সেনারা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:৪৩:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
  • / ২৬ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : মাত্র তিন দিনের ব্যবধানে ইউক্রেনের সেনারা রুশ সেনাদের কাছ থেকে খারকিভ অঞ্চলের বেশিরভাগ অংশ পুনর্দখল করে নিয়েছে। শনিবার ইউক্রেনের সেনারা খারকিভের গুরুত্বপূর্ণ ইজিয়াম শহরও দখল করে নেয় ৷ তবে তিন দিন আগেও কেউ ভাবেনি খারকিভে এত সাফল্য পাবে ইউক্রেনীয় সেনারা। এমনকি শহরটিতে তারা হামলা চালাবে এটিও ভাবেনি কেউ ৷

কারণ গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল ইউক্রেনের সেনারা দক্ষিণ দিকের অঞ্চল খেরসনে পাল্টা আক্রমণ চালাবে। এ নিয়ে প্রস্তুতিও নিচ্ছিল তারা। আর খেরসনে ইউক্রেনের সম্ভাব্য আক্রমণের বিষয়টি মাথায় রেখে খেরসনে বিপুল পরিমাণ সেনা জড়ো করে রাশিয়া। কিন্তু আসল কথা হলো খেরসনে আক্রমণ করার কোনো পরিকল্পনাই ইউক্রেন করেনি।

খেরসনে আক্রমণ চালানোর যে পরিকল্পনার কথা ইউক্রেন বলে আসছিল, সেটি ছিল আসলে তাদের একটি কৌশল বা চালাকি ছিল৷ মূলত খেরসনের কথা বলে খারকিভে হামলা চালানোর প্রস্ততি নিয়েছে তারা৷

কিন্তু তারা প্রচার করেছে খেরসনে হামলা করা হবে যেন রুশ সেনারা খারকিভে নিজেদের অবস্থান দুর্বল করে খেরসনে চলে যায়৷ সেই ভাবা অনুযায়ী নিজেদের ভারী সব অস্ত্র খেরসনেই নিয়ে আসে রুশ বাহিনী৷ শনিবার এসব তথ্য জানিয়েছে ইউক্রেনের স্পেশাল ফোর্স৷

ইউক্রেনের এ চালাকি ধরতে না পারায় এখন এর মাশুল দিচ্ছে রুশ সেনারা। খারকিভের বেশিরভাগ অঞ্চল থেকে সরে যেতে হয়েছে তাদের। তবে যদিও শোনা যাচ্ছে খারকিভে আবার বিপুল পরিমাণ সেনা জড়ো করার পরিকল্পনা করছে রুশ কমান্ডাররা। সূএ : দ্য গার্ডিয়ান
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ইউক্রেনের ‘চালাকি’ ধরতে না পারার ‘মাশুল’ দিচ্ছে রুশ সেনারা

প্রকাশের সময় : ০১:৪৩:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : মাত্র তিন দিনের ব্যবধানে ইউক্রেনের সেনারা রুশ সেনাদের কাছ থেকে খারকিভ অঞ্চলের বেশিরভাগ অংশ পুনর্দখল করে নিয়েছে। শনিবার ইউক্রেনের সেনারা খারকিভের গুরুত্বপূর্ণ ইজিয়াম শহরও দখল করে নেয় ৷ তবে তিন দিন আগেও কেউ ভাবেনি খারকিভে এত সাফল্য পাবে ইউক্রেনীয় সেনারা। এমনকি শহরটিতে তারা হামলা চালাবে এটিও ভাবেনি কেউ ৷

কারণ গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল ইউক্রেনের সেনারা দক্ষিণ দিকের অঞ্চল খেরসনে পাল্টা আক্রমণ চালাবে। এ নিয়ে প্রস্তুতিও নিচ্ছিল তারা। আর খেরসনে ইউক্রেনের সম্ভাব্য আক্রমণের বিষয়টি মাথায় রেখে খেরসনে বিপুল পরিমাণ সেনা জড়ো করে রাশিয়া। কিন্তু আসল কথা হলো খেরসনে আক্রমণ করার কোনো পরিকল্পনাই ইউক্রেন করেনি।

খেরসনে আক্রমণ চালানোর যে পরিকল্পনার কথা ইউক্রেন বলে আসছিল, সেটি ছিল আসলে তাদের একটি কৌশল বা চালাকি ছিল৷ মূলত খেরসনের কথা বলে খারকিভে হামলা চালানোর প্রস্ততি নিয়েছে তারা৷

কিন্তু তারা প্রচার করেছে খেরসনে হামলা করা হবে যেন রুশ সেনারা খারকিভে নিজেদের অবস্থান দুর্বল করে খেরসনে চলে যায়৷ সেই ভাবা অনুযায়ী নিজেদের ভারী সব অস্ত্র খেরসনেই নিয়ে আসে রুশ বাহিনী৷ শনিবার এসব তথ্য জানিয়েছে ইউক্রেনের স্পেশাল ফোর্স৷

ইউক্রেনের এ চালাকি ধরতে না পারায় এখন এর মাশুল দিচ্ছে রুশ সেনারা। খারকিভের বেশিরভাগ অঞ্চল থেকে সরে যেতে হয়েছে তাদের। তবে যদিও শোনা যাচ্ছে খারকিভে আবার বিপুল পরিমাণ সেনা জড়ো করার পরিকল্পনা করছে রুশ কমান্ডাররা। সূএ : দ্য গার্ডিয়ান
হককথা/এমউএ