আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে সামরিক সহায়তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এর আগে ইইউ’র পক্ষ থেকে ৫০০ মিলিয়ন ইউরোর সামরিক সহায়তা ঘোষণা করা হয়েছিল।
বৃহস্পতিবার জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এ খবর জানিয়েছে।
এবার সিদ্ধান্ত হয়েছে, তারা ইউক্রেনকে ১ বিলিয়ন (১০০ কোটি) ইউরোর সামরিক সহায়তা দেবে। ইতোমধ্যেই ইউরোপীয় ইউনিয়ন বিপুল পরিমাণ প্রতিরক্ষার অস্ত্র ইউক্রেনে পাঠিয়েছে।
এর আগে ইউক্রেনের দিকে সহায়তার হাত বাড়ায় যুক্তরাষ্ট্র। নামপ্রকাশে অনিচ্ছুক রাশিয়ার এক উচ্চপদস্থ কর্মকর্তা ডয়চে ভেলেকে জানান, যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ অস্ত্র ইউক্রেনে পাঠানোর জন্য জাহাজে তোলা হয়েছে। তবে সেই প্যাকেজে কী কী অস্ত্র আছে, তা তিনি জানাতে পারেননি।
বস্তুত, কিছুদিন আগেই যুক্তরাষ্ট্র জানিয়েছিল, ইউক্রেনকে ৮০০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেয়া হবে। এই প্রথম সেই অর্থে কেনা অস্ত্রের প্যাকেজ জাহাজে তোলা হলো।
হককথা/এমউএ