‘আল্লাহ আমাকে নতুন জীবন দিয়েছেন’

- প্রকাশের সময় : ০২:২৯:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩
- / ৬০ বার পঠিত
নতুন জীবন পেয়েছেন ওসামা আব্দুল হামিদ! ভূমিকম্পের ধ্বংসস্তুপ থেকে পুরো পরিবার নিয়ে ফিরেছেন। তাই আল্লাহকে শুকরিয়া জানিয়ে বলেছেন, তিনি আমাকে নতুন জীবন দিয়েছেন। ঘটনা বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিম সিরিয়ার আজমারিন শহরের। স্ত্রী আর চার সন্তান নিয়ে অ্যাপার্টমেন্টে বসবাস করেন আব্দুল হামিদ। ইদবিলের একটি হাসাপাতালে বার্তা সংস্থা এপি’কে ভয়াবহ সেই রাতের কথা বলছিলেন তিনি, ‘সেই রাতে পরিবারের সাথে ঘুমাচ্ছিলাম। হঠাৎ চারদিক কেঁপে উঠে! তার পুরো পরিবার দৌড়ে অ্যাপার্টমেন্ট থেকে বের হতে যাওয়ার সময় পুরো ভবন ভেঙে তাদের ওপর পড়ে!
তিনি বলেন, ‘আমরা দৌড়ে দরজার কাছে যেতেই ভবনটি ভেঙে পড়ে। আমরা কাঠের ভারী দরজার নিচে চাপা পড়ে যাই!’ এর ফলে তার স্ত্রী ও তিন সন্তান মাথায় আঘাত পান। কিন্তু তাদের অবস্থা এখন ভালো। আব্দুল হামিদ বলতে থাকেন, ‘চারতলা ভবনের কেবলমাত্র আমিই পরিবার নিয়ে বের হতে পেরেছি। বাকি তিনটি পরিবারের কেউ পারেনি।’তিনি আবেগপ্রবণ হয়ে বলেন, ‘আল্লাহ আমাকে নতুন জীবন দিয়েছেন।’ সূত্র : আল-জাজিরা