হতাশার কিছু নেই, অর্থনীতির সব সূচক বাড়ছে: মাহমুদ আলী
- প্রকাশের সময় : ০৪:২৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪
- / ১৬৭ বার পঠিত
অর্থনীতির সব সূচক এখন উপড়ের দিকে উঠছে মন্তব্য করে অর্থমন্ত্রী এএইচ মাহমুদ আলী বলেছেন, কাজেই এখানে অনিশ্চয়তা ও হতাশার কিছু নেই। সোমবার দুপুরে ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে অর্থ মন্ত্রণালয়ের সেশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ডিসিদের জন্য কোনো পরামর্শ ছিলো কিনা-এ প্রশ্নে মাহমুদ আলী বলেন, আমি একটি বিষয় তাদের বলেছি। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনার নেতৃত্বে আমরা আজ সর্বোচ্চ স্থানে এসে দাঁড়িয়েছি। তিনি বলেন, আমাদের যে সূচকগুলো আছে উন্নয়নের, সেগুলো বাড়ছে। ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স এসেছে ২১৬ কোটি ৬০ লাখ ডলারের। আমাদের সবগুলো সূচকইতো বাড়ছে।
‘কাজেই এখানে অনিশ্চয়তার কিছু নেই, হতাশারও কিছু নেই। এগুলো নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে,’ মন্তব্য করেন অর্থমন্ত্রী। বলেন, বাংলাদেশ উন্নয়নের ধারায় এসে দাঁড়িয়েছে। আজ শেখ হাসিনার যে ডেল্টা প্ল্যান ২১০০, সেটি ধরে বাংলাদেশ এগুচ্ছে।
‘বাংলাদেশের অব্যাহত উন্নতিতে মানুষের মধ্যে যে আশার সঞ্চার হয়েছে, তা আপনি রাস্তায় ঘুরলেই দেখতে পাবেন,’ পরামর্শ মাহমুদ আলীর। তিনি বলেন, মেট্রোরেলে চড়লেই বুঝতে পারবেন, মানুষ কতোটা খুশি হয়েছে, আশ্বস্ত হয়েছে। নারীরা একা চলতে পারে মেট্রোতে, তারা সন্তুষ্ট।
এদিকে বিভিন্ন প্রকল্পের খরচ কমাতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান। একইসঙ্গে নির্বাচনী ইশতেহারের ১১ অগ্রাধিকারের বিষয়ে দৃষ্টি দেয়ারও নির্দেশ দিয়েছেন তিনি।
ডিসি সম্মেলনে যোগ দিয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার বলেন, সরকারের সিদ্ধান্ত মাঠ প্রশাসন বাস্তবায়ন করে। যদি কোনো প্রয়োজন থাকে এবং তা যদি জনকল্যাণকর হয়, তাহলে জেলা প্রশাসকরা প্রকল্পের প্রস্তাব দিতে পারবেন। সূত্র : একাত্তর টিভি।