সবচেয়ে পছন্দনীয় প্রতিষ্ঠানের তালিকায় মেটলাইফ
- প্রকাশের সময় : ০৪:৩০:০২ পূর্বাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪
- / ১০৯ বার পঠিত
ফরচুন ম্যাগাজিনের ২০২৪ সালের বিশ্বের সবচেয়ে পছন্দনীয় প্রতিষ্ঠানের তালিকায় স্থান করে নিয়েছে মেটলাইফ। যুক্তরাষ্ট্রভিত্তিক স্বনামধন্য ম্যানেজমেন্ট কনসালটেন্ট প্রতিষ্ঠান কর্ন ফেরির সঙ্গে যৌথভাবে বিভিন্ন শিল্পখাতের পছন্দনীয় প্রতিষ্ঠানের তালিকা তৈরি করে ফরচুন ম্যাগাজিন। শিল্পখাতে বিনিয়োগ মূল্য, ব্যবস্থাপনার মান, আর্থিক সক্ষমতা, সামাজিক দায়বদ্ধতা এবং গ্রাহক আকৃষ্ট করার সক্ষমতাসহ নয়টি বিভাগে নির্বাচিত প্রতিষ্ঠানকে রেটিং করেন পেশাজীবীরা এবং বিশ্লেষকরা। তার ভিত্তিতেই এ তালিকা প্রস্তুত করা হয়।
স্বীকৃতি সম্পর্কে মেটলাইফের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মিশেল খালাফ বলেন, আমাদের ব্যবসায়িক উদ্দেশ্য যেন সবার জন্য ভালো ফলাফল বয়ে আনে সেই লক্ষেই আমরা কাজ করি। এ স্বীকৃতি পাওয়া সম্ভব হয়েছে আমাদের সব কর্মীদের জন্যে, যারা গ্রাহক ও সমাজের জন্যে একটি নিরাপদ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করেন।
১৮৬৮ সালে প্রতিষ্ঠিত মেটলাইফ বিশ্বের ৪০ টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে এবং যুক্তরাষ্ট্র, জাপান, ল্যাটিন আমেরিকা, এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বাজারে নেতৃস্থানীয় অবস্থানে রয়েছে। প্রায় ১০ লক্ষেরও বেশি গ্রাহকের সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানটি বাংলাদেশের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক জীবন বীমা প্রতিষ্ঠান। সূত্র : সমকাল।