নিউইয়র্ক ০৭:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

২২ দিনে রেমিট্যান্স এলো ১৫২০৮ কোটি টাকা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:৫৭:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪
  • / ৬৭ বার পঠিত

চলতি মার্চ মাসের প্রথম ২২ দিনে দেশে বৈধপথে ১৪১ কোটি ৪৪ যুক্তরাষ্ট্রের ডলার রেমিট্যান্স বা প্রবাসী আয় পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি এক ডলার সমান ১১০ টাকা ধরে যার পরিমাণ প্রায় ১৫ হাজার ২০৮ কোটি টাকা। সেই হিসেবে ২২ দিনে দৈনিক গড়ে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ৬ কোটি ৪২ লাখ ডলার বা ৭০৭ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুয়ায়ী, চলতি মাসের ২২ দিনে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স এসেছে ১৪১ কোটি ৪৪ লাখ ৫০ হাজার ডলার। যার মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে ১৮ কোটি ২৫ লাখ ডলার বা ২ হাজার ৭ কোটি ৫০ লাখ টাকা।

অপরদিকে বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ২ কোটি ১৫ লাখ যুক্তরাষ্ট্রের ডলার বা ২৭৫ কোটি টাকার বেশি, এছাড়া বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১২০ কোটি ৪৮ লাখ ডলার বা ১৩ হাজার ২৫৩ কোটি টাকা। বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৭ লাখ ১০ হাজার যুক্তরাষ্ট্রের ডলার। অর্থনীতিবিদরা বলছেন, রেমিট্যান্স প্রবাহের এ ধারা অব্যাহত থাকলে চলতি মাসে তা ২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।

এর আগে, ২০২৩ সালের শেষ মাস ডিসেম্বরে এসেছিল ১৯৯ কোটি ডলারের রেমিট্যান্স। জানুয়ারিতে ২১০ কোটি বা ২ দশমিক ১০ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। দ্বিতীয় মাস ফেব্রুয়ারিতে আসে ২১৬ কোটি ৬০ লাখ ডলার।

২০২৩ সালের জানুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ১৯৫ কোটি ৮৮ লাখ ডলার, ফেব্রুয়ারিতে আসে ১৫৬ কোটি ডলার, মার্চে ২০২ কোটি, এপ্রিলে ১৬৮ কোটি, মে মাসে ১৬৯ কোটি, জুনে ২২০ কোটি, জুলাইয়ে ১৯৭ কোটি, আগস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ, সেপ্টেম্বর মাসে ১৩৩ কোটি, অক্টোবরে ১৯৭ কোটি, নভেম্বর মাসে ১৯৩ কোটি ডলার এবং শেষ মাস ডিসেম্বরে এসেছিল ১৯৯ কোটি ডলার রেমিট্যান্স। সূত্র : সাম্প্রতিক দেশকাল।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

২২ দিনে রেমিট্যান্স এলো ১৫২০৮ কোটি টাকা

প্রকাশের সময় : ০১:৫৭:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪

চলতি মার্চ মাসের প্রথম ২২ দিনে দেশে বৈধপথে ১৪১ কোটি ৪৪ যুক্তরাষ্ট্রের ডলার রেমিট্যান্স বা প্রবাসী আয় পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি এক ডলার সমান ১১০ টাকা ধরে যার পরিমাণ প্রায় ১৫ হাজার ২০৮ কোটি টাকা। সেই হিসেবে ২২ দিনে দৈনিক গড়ে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ৬ কোটি ৪২ লাখ ডলার বা ৭০৭ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুয়ায়ী, চলতি মাসের ২২ দিনে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স এসেছে ১৪১ কোটি ৪৪ লাখ ৫০ হাজার ডলার। যার মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে ১৮ কোটি ২৫ লাখ ডলার বা ২ হাজার ৭ কোটি ৫০ লাখ টাকা।

অপরদিকে বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ২ কোটি ১৫ লাখ যুক্তরাষ্ট্রের ডলার বা ২৭৫ কোটি টাকার বেশি, এছাড়া বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১২০ কোটি ৪৮ লাখ ডলার বা ১৩ হাজার ২৫৩ কোটি টাকা। বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৭ লাখ ১০ হাজার যুক্তরাষ্ট্রের ডলার। অর্থনীতিবিদরা বলছেন, রেমিট্যান্স প্রবাহের এ ধারা অব্যাহত থাকলে চলতি মাসে তা ২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।

এর আগে, ২০২৩ সালের শেষ মাস ডিসেম্বরে এসেছিল ১৯৯ কোটি ডলারের রেমিট্যান্স। জানুয়ারিতে ২১০ কোটি বা ২ দশমিক ১০ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। দ্বিতীয় মাস ফেব্রুয়ারিতে আসে ২১৬ কোটি ৬০ লাখ ডলার।

২০২৩ সালের জানুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ১৯৫ কোটি ৮৮ লাখ ডলার, ফেব্রুয়ারিতে আসে ১৫৬ কোটি ডলার, মার্চে ২০২ কোটি, এপ্রিলে ১৬৮ কোটি, মে মাসে ১৬৯ কোটি, জুনে ২২০ কোটি, জুলাইয়ে ১৯৭ কোটি, আগস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ, সেপ্টেম্বর মাসে ১৩৩ কোটি, অক্টোবরে ১৯৭ কোটি, নভেম্বর মাসে ১৯৩ কোটি ডলার এবং শেষ মাস ডিসেম্বরে এসেছিল ১৯৯ কোটি ডলার রেমিট্যান্স। সূত্র : সাম্প্রতিক দেশকাল।