নিউইয়র্ক ০৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

নিজেদের মুদ্রায় লেনদেনের প্রস্তাব চীনা রাষ্ট্রদূতের

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:৪০:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪
  • / ৬৭ বার পঠিত

বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাংলাদেশকে ডলারের পরিবর্তে চীনা মুদ্রায় লেনদেন ও বিনিয়োগের প্রস্তাব দিয়েছে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। চীনের রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের ফাইন্যান্সিয়াল ও মনিটরি পলিসির মিসম্যাচের কারণে আমরাও ডলার সংকটে ভুগছি। বিশ্বব্যাপী সমস্যা আমাদেরকেও প্রভাবিত করেছে। এজন্য বাংলাদেশের কাছে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আমাদের মুদ্রায় লেনদেনের প্রস্তাব দিয়েছি, বাংলাদেশ সেটি বিবেচনা করছে।

(মঙ্গলবার) পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালামের সঙ্গে সাক্ষাৎ করে তার কাছে এ প্রস্তাব রেখেছেন রাষ্ট্রদূত। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি নিজেই। বাংলাদেশের পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রসঙ্গে কথা বলতে গিয়ে ইয়াও ওয়েন বলেন, বর্তমানে খুব কম দেশেই পঞ্চবার্ষিকী পরিকল্পনা রয়েছে। এর মধ্যে চীন একটি। বাংলাদেশেরও আছে। চীনের ইতোমধ্যে ১৪টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে যৌথভাবে কাজ করার অনেক সুযোগ রয়েছে। আমরা কীভাবে অভিজ্ঞতা বিনিময় করতে পারি, কীভাবে আমরা একসঙ্গে কাজ করতে পারি সেসব বিষয়ে কথা হয়েছে। তার মতে, চীনে ন্যাশনাল ডেভলপমেন্ট অ্যান্ড রিফর্মস কমিটি আছে, সেটি হুবহু এ দেশের পরিকল্পনা কমিশনের কমিটির মতো। এই দুই কমিটি একসঙ্গে কীভাবে কাজ করতে পারে সেসব বিষয়ে আলোচনা হয়েছে। সূত্র : ঢাকা পোস্ট।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

নিজেদের মুদ্রায় লেনদেনের প্রস্তাব চীনা রাষ্ট্রদূতের

প্রকাশের সময় : ১২:৪০:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪

বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাংলাদেশকে ডলারের পরিবর্তে চীনা মুদ্রায় লেনদেন ও বিনিয়োগের প্রস্তাব দিয়েছে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। চীনের রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের ফাইন্যান্সিয়াল ও মনিটরি পলিসির মিসম্যাচের কারণে আমরাও ডলার সংকটে ভুগছি। বিশ্বব্যাপী সমস্যা আমাদেরকেও প্রভাবিত করেছে। এজন্য বাংলাদেশের কাছে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আমাদের মুদ্রায় লেনদেনের প্রস্তাব দিয়েছি, বাংলাদেশ সেটি বিবেচনা করছে।

(মঙ্গলবার) পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালামের সঙ্গে সাক্ষাৎ করে তার কাছে এ প্রস্তাব রেখেছেন রাষ্ট্রদূত। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি নিজেই। বাংলাদেশের পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রসঙ্গে কথা বলতে গিয়ে ইয়াও ওয়েন বলেন, বর্তমানে খুব কম দেশেই পঞ্চবার্ষিকী পরিকল্পনা রয়েছে। এর মধ্যে চীন একটি। বাংলাদেশেরও আছে। চীনের ইতোমধ্যে ১৪টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে যৌথভাবে কাজ করার অনেক সুযোগ রয়েছে। আমরা কীভাবে অভিজ্ঞতা বিনিময় করতে পারি, কীভাবে আমরা একসঙ্গে কাজ করতে পারি সেসব বিষয়ে কথা হয়েছে। তার মতে, চীনে ন্যাশনাল ডেভলপমেন্ট অ্যান্ড রিফর্মস কমিটি আছে, সেটি হুবহু এ দেশের পরিকল্পনা কমিশনের কমিটির মতো। এই দুই কমিটি একসঙ্গে কীভাবে কাজ করতে পারে সেসব বিষয়ে আলোচনা হয়েছে। সূত্র : ঢাকা পোস্ট।