টাঙ্গাইল শাড়িসহ যে ৫ পণ্য জিআই সনদ পাচ্ছে, শিগগিরই গেজেট
- প্রকাশের সময় : ১১:০১:২১ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪
- / ৪৮ বার পঠিত
ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের তালিকায় স্থান পেতে যাচ্ছে টাঙ্গাইলের শাড়ি, যশোরের খেজুর গুড়, গোপালগঞ্জের রসগোল্লা, নরসিংদীর অমৃতসাগর কলা ও লটকন এবং রাজশাহীর মিষ্টি পান। শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি) সূত্রে এ তথ্য জানা গেছে।
জিআই পণ্যের তালিকায় নতুন কয়েকটি নামের বিষয়ে জানতে চাইলে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা বলেন, ‘টাঙ্গাইলের শাড়ি, যশোরের খেজুর গুড়, গোপালগঞ্জের রসগোল্লা, নরসিংদীর কলা ও লটকন এবং রাজশাহীর মিষ্টি পান স্বীকৃত হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে। এরই মধ্যে তা গেজেট আকারে প্রকাশের জন্য বিজি প্রেসে পাঠানো হয়েছে।’ আগামীকাল বৃহস্পতিবার গেজেট প্রকাশিত হবে বলে আশা করছেন তিনি।
বাংলাদেশে বর্তমানে ২১টি জিআই পণ্য রয়েছে। এসব পণ্যের মধ্যে রয়েছে বগুড়ার দই, জামদানি, ইলিশ মাছ, ঢাকাই মসলিন, চাঁপাইনবাবগঞ্জের ক্ষীরসাপাত আম, দিনাজপুরের কাটারিভোগ চাল, কালিজিরা ধান, নেত্রকোনার বিজয়পুরের সাদা মাটি, রাজশাহী সিল্ক, রংপুরের শতরঞ্জি, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম, বাগদা চিংড়ি, শেরপুরের তুলসীমালা ধান, সিলেটের শীতলপাটি, চাঁপাইনবাবগঞ্জের আশ্বিনা আম, নাটোরের কাঁচাগোল্লা ও চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া আম উল্লেখযোগ্য। সূত্র : আজকের পত্রিকা।