Sadek H khoka_31 Oct 2019_UNA

 
 

সাদেক হোসেন খোকা শারীরিক অবস্থা গুরুত্বর : হাসপাতালে দর্শনার্থীদের ভীড়

নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্কের ম্যানহাটনের মেমোরিয়াল ¯েøায়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টাওে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার অবস্থা গুরুতর। তার শারীরিক অবস্থার দিনে দিনে অবনতি ঘটছে। এক সময়ের টকবগে সাদেক হোসেন খোকা এখন আর সেই আগের মতো নেই। তাকে হাসপাতালে দেখলে মনেই হবে যে, এই তিনিই সেই খোকা। উল্লেখ্য, ক্যান্সার চিকিৎসার জন্য ২০১৪ সালের ১৪ মে সপরিবারে নিউইয়র্ক চলে আসেন খোকা। তারপর থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিউইয়র্ক সিটির কুইন্সে একটি বাসায় দীর্ঘদিন ধরে বসবাস করছেন এই নেতা। সাদেক হোসেন খোকার পাশেবিস্তারিত পড়ুন