এখন সময় সম্পাদক কাজী শামসুল হক হাসপাতালে

- প্রকাশের সময় : ০২:৪৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৬
- / ১১১১ বার পঠিত
নিউইয়র্ক: প্রবীণ সাংবাদিক, নিউইয়র্ক থেকে প্রকাশিত এখন সময় পত্রিকা’র সম্পাদক ও আরটিভি’র যুক্তরাষ্ট্রস্থ আবাসিক পরিচালক কাজী শামসুল হক অসুস্থ্য হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ২৯ ফেব্রুয়ারী সোমবার তার অপারেশন হবে। তার সুস্থ্যতায় তিনি সবার দোয়া কামনা করেছেন।
জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারী মঙ্গলবার রাতে সিটির জ্যামাইকার হিলসাইড এভিনিউস্থ আরটিভি অফিসে দায়িত্বপালনের সময় হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন। তাকে ম্যানহাটানাস্থ বেলভ্যু হাসাপাতালে ভর্তি করা হয়। আপাতত তার বিপদ কেটে কেছে এবং তিনি মোটামুটি সুস্থ্য আছেন বলে ২৬ ফেব্রুয়ারী শুক্রবার ইউএনএ প্রতিনিধিকে জানিয়ে বলেন ২৯ ফেব্রুয়ারী সোমবার তার অপারেশন হবে। শুক্রবার থেকে তিনি ফোনে কথা বলতে পারছেন।
এদিকে বাংলাদেশ সোসাইটি’র সাধারণ সম্পাদক আব্দুর রহীম হাওলাদার ও যুগ্ম সম্পাদক ওসমান চৌধুরীসহ কমিউনিটি নেতৃবৃন্দ ও নিউইয়র্কের বিভিন্ন মিডিয়ার সম্পাদক-সাংবাদিকবৃন্দ তাকে দেখতে হাসপাতালে যান। খবর ইউএনএ’র।